• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টি কারো দালালি করবে না: জি এম কাদের

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০১:১৩ এএম

জাতীয় পার্টি কারো দালালি করবে না: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টি (জাপা) কারো দালালি করে রাজনীতিতে টিকে থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। রোববার (৯ অক্টোবর) দুপুরে বনানীর নিজ কার্যালয়ে এক মতবিনিময় সভায় শক্তিশালী জাতীয় পার্টি গড়তে অপ্রিয় সিদ্ধান্ত নিতে পিছপা হব না’ বলে হুঁশিয়ারি দেন তিনি।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি কারো দালালি করে রাজনীতিতে টিকে থাকবে না। এ ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে, সেটা মোকাবিলা করতে হবে। এতে দলের কেউ বাধা হলে অপ্রিয় সিদ্ধান্ত নিতেও পিছপা হবো না।

জাপা চেয়ারম্যান বলেন, দলের কেউ কেউ মনে করছেন, একটি দল নির্বাচনে কারচুপি করে বিজয়ী হবে, আর তাদেরকে শর্টকাট পদ্ধতিতে মন্ত্রী-এমপি করবেন। যারা এমনটা মনে করেন তারা দলের জন্য জীবাণু। তাদেরকে দল ছাড়তে হবে অথবা সংশোধন হতে হবে।

জাপা নেতা বলেন, শক্তিশালী জাতীয় পার্টি গড়তে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। প্রয়োজনে অপ্রিয় কিছু সিদ্ধান্ত নিতেও পিছপা হবো না।

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। আমরা শুরু থেকেই ইভিএমের বিরোধিতা করছি। কারণ ইভিএমে কারচুপি করে ফলাফল ঘোষণা হলে, চ্যালেঞ্জ করা যায় না।

তিনি বলেন, জাতীয় পার্টি কারো দাসত্ব করবে না। আমরা আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে নেই। কারো সঙ্গে বন্ধুত্ব হলেও জাপা দাসত্ব করবে না।

জেডআই/এএল

আর্কাইভ