 
              প্রকাশিত: জুলাই ১২, ২০২৩, ০১:৫১ এএম
-20230711135138.jpg) 
                 
                            
              আগামীকালের (১২ জুলাই) সমাবেশের জন্য এখনো আনুষ্ঠানিক অনুমতি পায়নি বিএনপি। তবে আজ রাতে বা আগামীকাল সকালে শর্তসাপেক্ষে তাদের অনুমতি দিতে পারে পুলিশ।
বুধবার রাজধানীতে বড় ধরনের সমাবেশ করবে বলে এক সপ্তাহ ধরে বক্তব্য-বিবৃতি দিয়ে আসছেন বিএনপি নেতারা। এই সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের এক দফার ঘোষণা আসার কথা রয়েছে। নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতিমূলক কার্যক্রমও চলছে। তবে ডিএমপিতে চিঠি দিয়ে এবং সাক্ষাৎ করেও এখনো সমাবেশের আনুষ্ঠানিক অনুমতি পায়নি দলটি।
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদনের বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। আজ রাতে অথবা আগামীকাল সকালের মধ্যে শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপিকে এখনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে। আজকে অনুমতি দেওয়া হতে পারে।
তিনি বলেন, অনুমতি দিলেও শর্ত থাকবে। ২০ থেকে ২৫টি শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান সিটি নিউজ ঢাকাকে বলেন, বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। তারা আবেদন করেছে, সেটির অনুলিপি ডিএমপি কমিশনার কার্যালয় থেকে পেয়েছি। সেটি পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগেরও সমাবেশ রয়েছে। সব মিলিয়ে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আজ অথবা আগামীকাল সকালের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে ডিএমপি সদর দপ্তর।
গত বছরের ১০ ডিসেম্বর ২৬ শর্তে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ওই সময় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শর্ত মেনেই বিএনপি সমাবেশ করেছিল। এরও আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ক্ষেত্রেও একই ধরনের শর্ত দিয়েছিল ডিএমপি।
বিএস/
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      