• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বিএনপির বিজয় র‍্যালি ঘিরে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ০৫:৫২ পিএম

বিএনপির বিজয় র‍্যালি ঘিরে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার দেড় মাস পর নয়াপল্টনে আজ রোববার কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষ্যে দুপুরে নয়াপল্টন থেকে বিজয় র‍্যালি শুরু করবে দলটি। এই কর্মসূচি ঘিরে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

এদিকে, র‍্যালিকে কেন্দ্র করে সকালে নয়াপল্টনে একটি পিকআপভ্যানে ২০টি মাইক আনা হয়েছে। তবে সেগুলো এখনো লাগানো শুরু হয়নি। কার্যালয় থেকে বেশ দূরে ট্রাকটি রয়েছে।

অপরদিকে, নয়াপল্টনে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) বিএনপির নেতা-কর্মীরা এখনো কার্যালয়ের সামনে আসতে শুরু করেননি। কার্যালয়ের মূল ফটকে ঝুলছে তালা।

 

জেকেএস/

আর্কাইভ