• ঢাকা শুক্রবার
    ২১ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
এশিয়া কাপ রাইজিং স্টারস

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৮:০২ পিএম

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপ রাইজিং স্টারসে সুপার ওভারের নাটকীয় ম্যাচে ভারত ‍‍`এ‍‍` দলকে হারিয়ে ফাইনালের পথ নিশ্চিত করলো বাংলাদেশ ‍‍`এ‍‍` দল। বাংলাদেশের করা ১৯৪ রানের জবাবে সমান ১৯৪ রান করে থামে ভারত। পরে সুপার ওভারে ওয়াইডের কল্যাণে জেতে লাল-সবুজের দল।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ২৬ রান করে ফেরেন বাংলাদেশের জিসান আলম। ৬৫ রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন হাবিবুর রহমান সোহান। শেষ দিকে মেহেরবের অপরাজিত ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৬৬ রানে ২ উইকেট হারায় ভারত। ৩৮ রানে বৈভব আর প্রিয়াংশ ফেরেন ৪৪ রানে। আবু হায়দারের দ্বিতীয় শিকার ৩৩ রান করা জিতেশ শর্মা।

নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে সমান ১৯৪ রানে থামে ভারত। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করতে নেমে রিপন মন্ডলের প্রথম ২ বলেই আউট ভারতের ২ ব্যাটার। বাংলাদেশের জয়ের জন্য দরকার ১ রান। কিন্তু ব্যাট করতে নেমেই ক্যাচ দিয়ে সাজঘরের পথে হাঁটেন ইয়াসির আলী। পরের বল ওয়াইড হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ‍‍`এ‍‍` দল।

আর্কাইভ