• ঢাকা সোমবার
    ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে: মির্জা ফখরুল

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৯:১৬ পিএম

আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির রাজনীতি ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমাদের আশঙ্কা, নির্বাচন বিলম্বের জন্য কেউ পায়তাড়া করছে। তবে এর সুযোগ নেই।

প্রধান উপদেষ্টাও পূর্ব নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে আমাদের সঙ্গে একমত। 
তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে যে, তিনি দেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে কথা বলবেন। এটা তার নিজস্ব এখতিয়ার। সেখানে আলোচনা ফলপ্রসূ হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরো বেশি কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানিয়েছে এনসিপি।

আর আওয়ামী লীগের বিষয়ে যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় পার্টির বিরুদ্ধেও সেভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে জামায়াত।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ