 
              প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ০৩:১০ এএম
 
                 
                            
              বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র কয়েকদিন। তার আগেই দুঃসংবাদ এলো ব্রাজিল শিবিরে। ইনজুরিতে পড়েছেন দুই তারাকা ফুটবলার। রোববার (১৩ নভেম্বর) শেষ হয়েছে ইউরোপিয়ান লিগের শেষ ম্যাচ। সেই ম্যাচে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের রক্ষণের অন্যতম ভরসা ৩৭ বছর বয়সী ডিফেন্ডার থিয়াগো সিলভা । শুধু সিলভাই নন, ইনজুরির শিকার হয়েছেন সেন্ট্রাল ডিফেন্ডার মার্কুইনোসও।
হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন চেলসির ডিফেন্ডার থিয়াগো সিলভা। পুরনো চোট জেগে ওঠায় বিশ্বকাপে সিলভার অংশগ্রহণই অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, পায়ের মাংস পেশিতে ব্যথা অনুভব করছেন মার্কুইনোসও। যদিও তার ইনজুরির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি পিএসজি। ফলে, ইনজুরি থেকে সেরে ওঠতে কতদিন লাগবে মার্কুইনোসের সেটিও এখনো অজানা। তবে, ব্রাজিলের একাধিক গণমাধ্যম দাবি করছে, বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করবেন তিনি।
এই দুইজন ছাড়াও ৩৯ বছর বয়সে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া দানি আলভেসও এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠতে পারেননি। ফলে, সবমিলিয়ে বিশ্বকাপের আছে কিছুটা চিন্তায়ই ব্রাজিলের কোচ তিতে।
এআরআই/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      