• ঢাকা শনিবার
    ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পেলে বললেন, ‘ ডিয়েগো ম্যারাডোনা এখন হাসছে’

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ১০:১১ পিএম

পেলে বললেন, ‘ ডিয়েগো ম্যারাডোনা এখন হাসছে’

ক্রীড়া ডেস্ক

ক্যারিয়ারের কাঙ্ক্ষিত ট্রফিটি জয়ের পর শুভেচ্ছায় ভাসছেন লিওনেল মেসি আর তাঁর সতীর্থেরা। ম্যাচ শেষ হওয়ার পরপরই মেসিদের অভিনন্দনে ভাসিয়েছেন দর্শক–সমর্থকরা। পরিবারের সদস্যদের অভিনন্দন তো মাঠেই পেয়েছেন। একই সঙ্গে মেসিকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন তাঁর ক্লাবের সতীর্থেরাসহ সাবেক তারকাদের অনেকে।

অবশেষে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ! জাতীয় দল থেকে কি এখনই অবসর নেবেন? কী  জানালেন মেসি?

এরই মধ্যে নেইমার অভিনন্দন জানিয়েছেন মেসিকে। অভিনন্দন পেয়েছেন তিনি ব্রাজিলের সাবেক তারকা রিভালদোর কাছ থেকে। তবে সবচেয়ে বড় অভিনন্দন হয়তো কিংবদন্তি পেলের কাছ থেকেই পেয়েছেন। মেসিকে অভিনন্দন জানিয়ে তিনি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘নিশ্চিত করেই ডিয়েগো এখন হাসছেন।’

Messi to play last World Cup in Qatar: ‍‍`এটাই আমার শেষ বিশ্বকাপ, সিদ্ধান্ত  চূড়ান্ত‍‍`, ঘোষণা মেসির, তবে রয়েছেন উদ্বেগেও - Messi to play last World Cup  in Qatar: This will be my


বিশ্বকাপ চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে পেলেকে। এমনকি সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ‘প্যালিয়েটিভ কেয়ার’–এ রাখা হয়েছিল তাঁকে। আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে ৪–২ গোলে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর পেলে লিখেছেন, ‘আজ ফুটবল তার নিজের গল্প বলছে। আর এটা সব সময়ের মতোই চিত্তাকর্ষকভাবে।’ এখানেই থামেননি পেলে। এরপর তিনি যোগ করেছেন, ‘মেসি তার প্রথম বিশ্বকাপ জিতেছে। এটা তার প্রাপ্যই ছিল। অভিনন্দন আর্জেন্টিনা! নিশ্চিত করেই ডিয়েগো এখন হাসছেন।’


সজিব/এএল

আর্কাইভ