 
              প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০৪:২২ এএম
 
                 
                            
              শুরুর দিকে ভারতের আইপিএলের পরই দ্বিতীয় স্থানে ভাবা হতো বিপিএলকে। তবে আগের সেই জৌলশ এখন আর নেই। মানহীন বিদেশি ক্রিকেটার, অদক্ষতা, অনিয়ম, অদূরদর্শিতার কারণে বিপিএলের মান যেন প্রতি আসরেই কমছে। আসর শুরুর আগে এবার বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
বিপিএলের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগও এর চেয়ে ভালোভাবে হয় বলে মন্তব্য করেছেন সাকিব। একই সাথে তিনি জানান, ক্রিকেটাররা কে কখন আসবে, কখন যাবে কেউই তা জানে না।
সাকিব বলেন, ‘ক্রিকেটাররা কে কখন আসবে কখন যাবে, কেউ জানে না। জার্সি পায়নি প্লেয়াররা। আমি আপনাদের নিউজেই দেখেছি। একটা যা-তা অবস্থা। এর থেকে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ তারা আগে থেকেই টিমটা গোছাতে পারে। আরও আগে থেকে জানে যে টিমটা কি হচ্ছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে।’
বিপিএলকে কেনো আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টে রাখা সম্ভব হয়নি এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমার মনে হয় আমরা সৎ মনে কখনও চাইনি কিছু করতে এখন পর্যন্ত। বাজেট নেই কারণ আমরা বাজেট তৈরি করতে পারিনি। যদি তৈরি করতে পারতাম, মান অর্জন করতে পারতাম অবশ্যই এই বাজেটটা অনেক বড় হওয়ার কথা ছিল।’
শুক্রবার (৬ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিপিএল। বিপিএলের সিইও হলে কি ভূমিকা রাখতেন, এমন প্রশ্নের জবাবে সাকিব জানান-এক কিংবা দুই মাসের মধ্যেই বিপিএলের সবকিছু পরিবর্তন করতেন তিনি।
সাকিব বলেন, ‘আমাকে যদি বিপিএলের সিইও এর দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা সর্বোচ্চ ১ থেকে ২ মাস লাগবে সবকিছু ঠিক করতে। খুব বেশি হলে দুই মাসও লাগার কথা না। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।’
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      