 
              প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ১২:০৯ এএম
 
                 ব্যাট হাতে সূর্যকুমার।
টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার হলেন ভারতের সূর্যকুমার যাদব। এ তালিকায় তিনি পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, ইংল্যান্ডের স্যাম কারান ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে।
ব্যাট হাতে দারুণ একটা বছর পার করেছেন সূর্যকুমার। প্রত্যাশিতভাবেই আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও জায়গা করে নিয়েছিলেন। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বর্ষসেরা ক্রিকেটারও হলেন ভারতীয় এ ব্যাটার।
বুধবার (২৫ জানুয়ারি)) বিকেলে আইসিসি তাদের এক বিবৃতিতে এমনটা জানিয়েছে।

২০২২ সালে মোট ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সূর্যকুমার। ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১ হাজার ১৬৪ রান।
এদিকে পুরো বছরে ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন সূর্যকুমার, যা বিশ্বরেকর্ড। পুরো বছরে দুটি সেঞ্চুরি ও নয়টি হাফ সেঞ্চুরিও করেছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার। এমন পারফরম্যান্সে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও শীর্ষে উঠে আসেন তিনি। যেখানে তার পয়েন্ট ছিল ৮৯০।
এদিকে, বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের মনোনয়ন পাওয়া জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা পুরো বছরজুড়ে ম্যাচ খেলেছেন ২৪টি। যেখানে ৭৩৫ রানের পাশাপাশি ২৫টি উইকেটও নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে রাজার স্ট্রাইক রেট ছিল দেড়শর ওপরে, আর বোলিংয়ে ইকোনমি রেট ছিল ৬.১৩।

এছাড়া তালিকায় আরও ছিলেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান ২০২২ রানে খেলেছেন ১৯টি ম্যাচ। লোয়ার অর্ডারে ব্যাট হাতে ৬৭ রান ছাড়াও বল হাতে ২৫ উইকেট নিয়েছেন কারান। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মিশনে কারান নেন ১৩টি উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হয়েছেন ম্যাচসেরা।
বর্ষসেরার দৌড়ে ছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এই বছর ২৫টি ম্যাচ খেলে ৯৯৬ রান করেন পাকিস্তানের এই ওপেনার। সঙ্গে উইকেটের পেছন থেকে নয়টি ক্যাচ ও তিনটি স্টাম্পিংও করেন তিনি।
সাজেদ/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      