• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আর্থারের অনুপস্থিতিতে পাকিস্তানের কোচ ইয়াসির

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৭:৪৪ পিএম

আর্থারের অনুপস্থিতিতে পাকিস্তানের কোচ ইয়াসির

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের হয়ে কখনোই নিয়মিত খেলোয়াড় হতে পারেননি আরাফাত। পাকিস্তানের হয়ে ২০০০ সালে অভিষেকের পর ৩টি টেস্ট এবং ১১টি ওয়ানডে খেলেছেন তিনি। তবে তাকেই দলের বোলিং কোচ এবং সহকারী কোচের দায়িত্ব দেয়া হচ্ছে।

ক্রিকইনফো জানাচ্ছে, পিসিবি চায় মিকি আর্থারের সঙ্গে কাজ করার জন্য তিন ফরম্যাটে আলাদা আলাদা তিনজন কোচ নিয়োগ দেবে পিসিবি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং। এর মধ্যে বোলিং কোচের জায়গাটা পূরণ করার জন্য বেছে নেয়া হয়েছে ইয়াসির আরাফাতকে।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানাচ্ছে, দলে এখন আর প্রধান কোচ হিসেবে কেউ থাকবেন না। টিম ডিরেক্টরই সর্বেসর্বা। সে কারণেই ডার্বিশায়ারের দায়িত্বে থাকা সত্ত্বেও তাকে দ্বিতীয়বারের মতো নিয়োগ দেয়া হয়েছে। এর আগে ২০১৬-২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ ছিলেন আর্থার।


যদিও মিকি আর্থার যখন দায়িত্বে না থাকবেন এবং যখন আরাফাত পাকিস্তানের দেখভাল করবেন তখন আর্থার তার সঙ্গে যোগাযোগ করবেন। এদিকে ডার্বিশায়ারের দায়িত্বে থাকার কারণে চলতি বছরের এশিয়া কাপেও দলের সঙ্গে থাকতে পারবেন না আর্থার।   

আর্কাইভ