
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১১:২৬ পিএম
ছবি: সংগৃহীত
গতকাল শেষ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড কেনার জন্য প্রস্তাব করার সময়সীমা। আর শেষ সময়ে এসে সকল গুঞ্জনকে সত্য করে প্রস্তাব করেছে কাতারি শেখ জসিম বিন হামাদ আল-থানি। তবে রেড ডেভিলদের কিনে নেওয়ার লড়াইয়ে কেবল কাতারি শেখই নয় আছে সৌদি আরবের বিনিয়োগকারী, আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের দীর্ঘদিনের সমর্থক ব্রিটিশ বিলিয়নিয়র স্যার জিম র্যাটক্লিফ। এছাড়াও এই তালিকায় নাম আছে ইলন মাস্কেরও।
তালিকা লম্বা হলেও রেড ডেভিলদের কেনার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে কাতারি শেখ আল-থানি আর গ্রেট ব্রিটেনের বিলিয়নিয়র স্যার জিম র্যাটক্লিফ। তবে গুঞ্জন আছে নিউ ক্যাসল ইউনাইটেডকে নিজেদের অধীনে নেওয়া সৌদিরাও বেশ ভালোভাবেই আছেন এই দৌড়ে। তবে শেষ পর্যন্ত কারা পেতে যাচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ক্লাবটিকে তা এখনই নিশ্চিত নয়।
আরিয়ানএস/