
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০৮:৫৬ পিএম
আরাভ খান, অর্থাৎ রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়ের (ডানে) দাওয়াতে দুবাইয়ের নিউ গোল্ড সুকের উদ্বোধন করতে যাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান।ছবি : সংগৃহীত
আরাভ খান, অর্থাৎ রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়ের (ডানে) দাওয়াতে দুবাইয়ের নিউ গোল্ড সুকের উদ্বোধন করতে যাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে (৩৪) পুড়িয়ে হত্যা মামলার ৬ নম্বর পলাতক আসামি আরাভ খান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তার জুয়েলারি শপ `আরাভ জুয়েলার্স` উদ্বোধন করতে যাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সেই হত্যা মামলার এজাহার অনুযায়ী, আরাভের আসল নাম রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়। পুলিশে জমা দেয়া অভিযোগপত্রেও তাকে পলাতক আসামি দেখানো হয়েছে।
জানা যায়, ২০১৮ সালের জুলাই মাসে খুন হন মামুন ইমরান খান। এ ঘটনায় ওই বছরের ১০ জুলাই মামুনের ভাই ঢাকার বনানী থানায় মামলা করেন। এ মামলায় ২০১৯ সালের ৩১ মার্চ অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলা ও নথিপত্রের সূত্রে জানা গেছে, নারীদের টোপ হিসেবে ব্যবহার করে বিত্তশালীদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়া একটি চক্রের কবলে পড়েন মামুন ইমরান খান। এরপর তাকে ধরে নিয়ে হত্যার পর পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে গাজীপুরের জঙ্গলে ফেলে দেয় হত্যাকারীরা। আজ ১৫ মার্চ আরাভ জুয়েলার্স নামে একটি প্রতিষ্ঠান দুবাইয়ে উদ্বোধন করা হবে। প্রতিষ্ঠানটির কর্ণধার আরাভ খান। এ স্বর্ণের দোকান উদ্বোধন নিয়ে দুবাইয়ের বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনা শুরু হয়েছে।
এর অন্যতম কারণ হলো আরাভ জুয়েলার্সের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ উপলক্ষে তিনি ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ঘোষণা করেছেন।
আরিয়ানএস/এএল