 
              প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ০৪:৩৭ এএম
-20230330163737.jpg) 
                 ছবি: সংগৃহীত
আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টাইগার যুবারা। বৃহস্পতিবার (৩০ মার্চ) শিরোপা নির্ধারণী ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে তারা। স্বাগতিকদের ১৪৩ রানে অলআউট করে ১৬০ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।
আবুধাবির টলারেন্স ওভালে রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রান তোলে বাংলাদেশ। ব্যক্তিগত ১৭ রানে ফিরে যান আশিকুর রহমান শিবলি। আরেক ওপেনার মো. রিজওয়ান জিশান আলমের সঙ্গে গড়েন ৪১ রানের জুটি।
জিশান ১৯ বলে ৩৫ রানের ইনিংস খেলে খাহলেল আহমেদের বলে আউট হন। আরিফুল ইসলাম ৩৩ বলে করেন ২২ রান। ৪৩ রান আসে রিজওয়ানের ব্যাট থেকে। আহরার আহমেদ ৫ ও মো. শিহাব করেন ৭ রান। আফগানিস্তানের হয়ে ২টি উইকেট নেন কামরান হটাক। একটি করে উইকেট পান বাশির আহমেদ ও খাহলেল আহমেদ।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      