 
              প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০৪:১১ পিএম
-20230406041107.jpg) 
                 ছবি: সংগৃহীত
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা দারুণ উপভোগ করছে বাংলাদেশ। ওয়ানডেতে ২-০ ব্যবধানে সিরিজ জয়। বৃষ্টি হানা না দিলে ব্যবধানটা দাঁড়াতো ৩-০তে। এরপর টি-টুয়েন্টিতে ২-১ ব্যবধানেও সিরিজ জিতেছে টাইগার বাহিনী। এবার সিরিজের একমাত্র টেস্টটিতেও জয়ের নোঙরে সাকিব আল হাসানের দল।
আইরিশদের বিপক্ষে ১৫৫ রানের লিডেই ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। বোলিংয়ে ধারাবাহিকতা থাকলে তৃতীয় দিনেই ফলাফল নির্ধারিত হতে পারে ম্যাচটির। সকাল ১০ টায় মিরপুরের অব গ্রাউন্ডে তৃতীয় দিনের লড়াইয়ে নামবে দুই দল।
দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ২৭ রান। ইনিংস হার এড়াতে সফরকারীদের করতে হবে আরও ১২৮ রান। আর বড় জয় অর্জন করতে সাকিব-তাইজুলদের দরকার ৬টি উইকেট।
মিরপুরে দ্বিতীয় দিনের শেষদিকে ৩৬৯ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। ১৫৫ রানে পিছিয়ে পড়ে ব্যাটে নামে আয়ারল্যান্ড। সাকিব-তাইজুলের স্পিনে ১৩ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অতিথি দল। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে দিন শেষ করেছেন পিটার মুর ও হ্যারি টেক্টর।
এর আগে প্রথম দিনে টস জিতে আগে ব্যাটে নেমে তাইজুলের ঘূর্ণিতে ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। বাঁহাতি স্পিনার ২৮ ওভারে ৫৮ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। ইবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট ।
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      