 
              প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০৬:২২ পিএম
-20230411062210.jpg) 
                 
                            
              আইপিএলকে না বলে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। চলতি মৌসুমে মোহামেডানের হয়ে নাম লিখিয়েছেন। দলে যুক্ত হয়ে তিনি পুরো আসরে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় প্রথম দিকের কয়েকটি ম্যাচে সাকিবকে দেখা যায়নি। অবশ্য সাম্প্রতিক সময়ে প্রতি ম্যাচেই দলটির হয়ে খেলছেন টাইগার এই অধিনায়ক। আজ (মঙ্গলবার) মোহামেডান লড়ছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। খান সাহেব ওসমানি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে মোহামেডান। ৪৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি।
                      
৩০ ওভার শেষে মোহামেডানের সংগ্রহ ১৪০ রান ৬ উইকেট হারিয়ে। রিয়াদ ব্যাট করছেন ৩৮ রানে এবং আরিফুল হক রয়েছেন ৪ রানে অপরাজিত।
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      