 
              প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩, ০৪:৪৮ পিএম
-20230412044817.jpg) 
                 ছবি: সংগৃহীত
বাংলাদেশি দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও লিটন দাসকে নিয়ে আইপিএলে চলছে জমজমাট প্রচারণা। এরই মধ্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশে বসেই লিটনকে ভালো করার টোটকা দিয়েছেন।
গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৮টায় আইপিএলের একমাত্র ম্যাচে মাঠে নামে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটিতে টস জিতে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৭২ রান করে দিল্লি। জবাবে মুম্বাই ব্যাটিংয়ে এলে শুরু থেকেই চড়াও হন দলটির ওপেনার রোহিত শর্মা। তবে শেষ পর্যন্ত ৪৫ বলে ৬৫ রান করা রোহিতকে আউট করেন মুস্তাফিজ। ১৬.৫ ওভারে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মুম্বাই দলপতিকে আউট করেন তিনি।
ম্যাচের ১৭তম ওই ওভারে দুই বাউন্ডারিতে ৮ রান দেন কাটার মাস্টার। এর আগে ২ ওভার বল করে ১৫ রান দেন মুস্তাফিজ।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      