• ঢাকা শুক্রবার
    ০১ আগস্ট, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

‘বাবর আজম বিশ্বের সেরা খেলোয়াড়’

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩, ০১:৫০ এএম

‘বাবর আজম বিশ্বের সেরা খেলোয়াড়’

ক্রীড়া ডেস্ক

বিশ্বের এ সময়ের অন্যতম সেরা পাঁচ তারকা হিসেবে বিবেচনা করা হয় ভারতের বিরাট কোহলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ইংল্যান্ডের জো রুট আর পাকিস্তানের বাবর আজমকে। 

তবে পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম বলেছেন, বাবর আজমই বিশ্বের এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। 

শনিবার লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৩টি সেঞ্চুরির রেকর্ড গড়েন বাবর আজম। 

এদিন খেলা শেষে বাবর আজমের সঙ্গে আড্ডায় ইমাদ ওয়াসিম বলেন, আমি অনেক ইনিংস দেখেছি কিন্তু আজ বাবর আজম যে ইনিংসটি খেলেছেন এটি সেগুলোর মধ্যে শীর্ষে থাকবে। ৫৮ বলে ১১টি চার আর এক ছক্কায় সাজানো বাবরে ১০১ রানের ইনিংসটি দুর্দান্ত ছিল। সে যে বিশ্বের সেরা খেলোয়াড় তাতে কোনো সন্দেহ নেই। 

টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে রেকর্ড ৩টি সেঞ্চুরি হাঁকানোর পর বাবর আজম বলেন, আমি এই ম্যাচে পারফর্ম করতে পেরে খুব খুশি। আমাদের দুটি ভালো পার্টনারশিপ ছিল, এরপর বোলাররাও দুর্দান্ত পারফর্ম করেন। 

বাবরের সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান করে পাকিস্তান। টার্গেট তাড়ায় ৭ উইকেটে ১৫৪ রানে ইনিংস থামায় নিউজিল্যান্ড। ৩৮ রানে জয় পায় পাকিস্তান। 

 

বিএস/

আর্কাইভ