প্রকাশিত: মে ৪, ২০২৩, ০৩:১১ পিএম
মেসি-পিএসজির সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এবার নেইমারের বাড়ির সামনে হানা দিয়েছে ক্লাবটির সমর্থকরা। পিএসজি ছাড়ার দাবিতে তারা জড়ো হয়েছেন ব্রাজিলিয়ান তারকার বাড়িতে।
ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরবে ভ্রমণ করায় লিওনেল মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। এমনকি ক্লাবের সঙ্গে অনুশীলনও করতে পারবেন না আর্জেন্টাইন এ তারকা। এবার আরেক ঝামেলায় পড়েছেন নেইমার। বুধবার (৩ মে) তার বাড়ির সামনে শখানেক সমর্থক জড়ো হন, আর তারা স্লোগান দিতে থাকেন ‘নেইমার চলে যাও’।
ফ্রান্সের আরএমসি স্পোর্টস জানিয়েছে, বুধবার ফ্রান্সের স্থানীয় সময় বিকেল ৬টার দিকে পিএসজির প্রধান কার্যালয়ের সামনে হাজির হন আল্ট্রার কয়েক শ সদস্য। তাদের হাতে ছিল ক্লাবের প্রতি অসন্তোষ প্রকাশ করা ব্যানার।
এডিএস/