 
              প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ০১:৪৩ এএম
 
                 
                            
              আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণায় হতাশ পুরো দেশ। হতাশ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো বড় দুটি টুর্নামেন্টের আগে তামিম ইকবাল অবসরের ঘটনায় পুরো দেশ হতবাক।
গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে তামিম ইকবালের সাংবাদ সম্মেলনের পর জাতীয় দলের ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক, ক্রীড়া সাংবাদিকসহ সমর্থকদের মধ্যেই বিভিন্ন প্রশ্ন উঁকি দিচ্ছে। বিশ্বকাপের আগে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন তামিম?
ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন রাগ আর অভিমানে হয়তো এমন সিদ্ধান্ত নিতে পারেন দেশসেরা এই ওপেনার।
তাইতো অভিমানী তামিমের সঙ্গে কথা বলতে শুক্রবার গণভবনে ডাকেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর ডাকে এদিন বিকালে স্ত্রী আয়েশা সিদ্দিকাকে সঙ্গে নিয়ে গণভবনে যান তামিম।
এ সময় তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাও।
গণভবনে তামিমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তার আহ্বানে সাড়া দিয়ে নিজের অভিমান ভুলে দেড় মাস পর ক্রিকেটে ফেরার আশ্বাস দেন তামিম।
এ সময় তামিমদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে ছবি তোলেন তামিম ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। মাশরাফি বিন মুর্তজা তাদের ছবি তুলে দেওয়ার পাশাপাশি সেলফিও তুলে রাখেন।
বিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      