 
              প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ০১:৫৭ এএম
 
                 
                            
              অবসর নেয়ার একদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে সিদ্ধান্ত বদলেছেন তামিম ইকবাল খান। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে ড্যাশিং ওপেনারকে। বিষয়টিকে দেশের ক্রিকেটের জন্য স্বস্তির বলছেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বের হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি বস। তিনি বলেন,
এটা সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়কই যদি না থাকে আমরা খেলব কীভাবে! যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে এখনও ফিট না, সেজন্য সে দেড়মাস সময় নিয়েছে। এই দেড়মাসে সে পুনর্বাসন করে আশা করছি শিগগিরই আমাদের ক্রিকেটে ফিরে আসবে।
পাপন বলছেন, তামিম অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন আবেগ থেকে। কিন্তু প্রধানমন্ত্রীর অনুরোধের পর সেই সিদ্ধান্ত বদলালেন দেশসেরা ওপেনার। পাপনের ভাষ্যমতে, ‘ও হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছিল। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে একটা সমাধান পাব। প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয়নি।’
অবসর ঘোষণার একদিন পর তামিম ইকবালকে গণভবনে ডাকেন শেখ হাসিনা। শুক্রবার (৭ জুলাই) শেখ হাসিনা, নাজমুল হাসান পাপন, তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজার মধ্যে প্রায় সাড়ে ৩ ঘণ্টার বৈঠক হয়। এরপর গণভবন থেকে তারা বের হলে জানা যায় তামিমের অবসর ভাঙার কথা। অবসর ভেঙে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তামিম। শেখ হাসিনা ও তার স্ত্রী আয়েশা ইকবালের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না করা যায় না।’
বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে বসে অবসরের ঘোষণা দেন তামিম। অবসরের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ‘যে খেলোয়াড়দের সঙ্গে আমি (বয়সভিত্তিক, প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ, জাতীয় দল) খেলেছি, তাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে জাতীয় দলে যারা ছিলেন। ক্রিকেট বোর্ডকেও অবশ্যই, তারা আমাকে লম্বা সময়ের জন্য জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, অধিনায়কত্ব করার সুযোগ দিয়েছে।’
বিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      