 
              প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ০৯:১৪ পিএম
 
                 
                            
              দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিং তাণ্ডবে মেতেছে আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদান। বাংলাদেশের বোলারদের নাস্তানাবুদ করে চলেছেন এই দুই ওপেনার। টস হেরে বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিংয়ে আসেন আফগানিস্তানের এই দুই ব্যাটার। শুরু থেকেই তারা বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। তবে গুরবাজই বাংলাদেশের বোলারদের নাস্তানাবুদ করে চলেছেন। একের পর এক বলকে মাঠের বাইরে পাঠাচ্ছেন। কখনো মাটি ঘেষে, কখনো বাতাসে ভাসিয়ে। এরই মধ্যে তিনি হাফ সেঞ্চুরি পার করেছেন। দলের সংগ্রহকে নিয়ে গেছেন শতরানে। জাদরান অবশ্য কিছুটা ধীর গতিতে ব্যাটিং করছেন। গুরবাজের অর্ধেক রানও করতে পারেননি তিনি।
১৫ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১০৭ রান। গুরবাজ ৬৩ রানে ব্যাটিং করছেন। তার সঙ্গী ইব্রাহিম জাদরানের রান ২৪। ১০৭ রানের মধ্যে আফগানিস্তান অতিরিক্ত খাত থেকে পেয়েছে ২০ রান।
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      