 
              প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০২:৫৬ এএম
-20231211145629.jpg) 
                 ছবি: সংগৃহীত
ভারতে ক্রিকেট বিশ্বকাপ শেষ করে বাংলাদেশে এসে দুই ম্যাচের টেস্ট সিরজ খেলে চলতি সপ্তাহে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড। তাদের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল।
নিউজিল্যান্ডে এই সফরে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডের পর সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ।
ওয়ানডে সিরিজ শেষে ২৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৯ ও ৩১ ডিসেম্বর।
ওয়ানডে সিরিজের সময়সূচি
তারিখ                            ম্যাচ                        ভেন্যু                           সময়
১৭ ডিসে. (রোববার)    প্রথম ওয়ানডে    ওভাল বিশ্ববিদ্যালয়, ডানেডিন    ভোর ৪টায় শুরু
২০ ডিসে. (বুধবার)    দ্বিতীয়ওয়ানডে    স্যাক্সটন ওভাল, নেলসন    ভোর ৪টায় শুরু
২৩ ডিসে. (শনিবার)    তৃতীয় ওয়ানডে    ম্যাকলিন পার্ক, নেপিয়ার    ভোর ৪টায় শুরু
টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি
তারিখ                          ম্যাচ                       ভেন্যু                       সময়
২৭ ডিসে. (বুধবার)    প্রথম টি-২০    ম্যাকলিন পার্ক, নেপিয়ার    দুপুর ১২ টা ১০
২৯ ডিসে. শুক্রবার    দ্বিতীয় টি-২০    বে ওভাল, মাউন্ট মঙ্গানুই    দুপুর ১২ টা ১০
৩১ ডিসে. (রোববার)    তৃতীয় টি-২০    বে ওভাল, মাউন্ট মঙ্গানুই    দুপুর ১২ টা ১০
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      