প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৯:৩০ এএম
ছবি: সংগৃহীত
ফরচুন বরিশালের বোলারদের তোপে এক সময় শতরান তোলাও অসম্ভব হয়ে পড়েছিল খুলনা টাইগার্সের। কিন্তু শেষদিকে ঝড় তুলে খাদের কিনারা থেকে টেনে তুলে বিজয়দের দারুণ পুঁজিই এনে দিয়েছেন দুই পাকিস্তানি মোহাম্মদ নেওয়াজ ও ফাহিম আশরাফ।
সিলেটে শনিবার (৩ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করেছে খুলনা। নেওয়াজ ২৩ বলে ৩৮ আর ফাহিম ১৩ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন। বরিশালের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শোয়েব মালিক ও তাইজুল ইসলাম।
সাজেদ/