 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১২:০৫ পিএম
 
                 
                            
              ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে জয় পেয়েছে আল নাসর। বুধবার তারা সৌদি আরবের আর এক ক্লাব আল ফেহাকে ১-০ গোলে হারিয়েছে। ২০২৪ সালে আল নাসরের হয়ে এটা ছিল রোনালদোর প্রথম গোল।
অ্যাওয়ে ম্যাচে যখন আল নাসরের পয়েন্ট ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হওয়ার পথে তখনই রোনালদো সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন। ৮১ মিনিটে গোলটি করেন তিনি। মার্সেলো ব্রোজোভিচের কাছে থেকে বল পেয়ে শক্তিশালী ভলি শটে গোলরক্ষক ভ্লাদিমিরি স্টোজকোভিচকে হতাশায় ডুবিয়ে দেন।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার রিয়াদে ফিরতি লেগের খেলায় মাঠে নামবে তারা।
রোনালদো অবশ্য প্রথমার্ধেই গোল পেতে পারতেন। কিন্তু দুর্ভাগ্য তার। প্রথমার্ধের ইনজুরি সময়ে রোনালদোর শট গোলরক্ষক স্টোজকোভিচ দক্ষতার সঙ্গে রুখে দেন। তাছাড়া ৬৪ মিনিটেও একবার দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। এবারো গোলরক্ষক রোনালদোকে হতাশায় ডোবান। তার শট বাইরে পাঠিয়ে দন স্টোজকোভিচ।
এদিন অনুষ্ঠিত অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের আল আইন উজবেকিস্তানের নাসাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      