প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০৬:২৫ এএম
আনুমানিক বেলা ১২টা থেকে ১টা নাগাদ বিসিবি পরিদর্শনে যাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার ক্রীড়াঙ্গনের প্রতিষ্ঠানটি পরিদর্শনে যাবেন তিনি।
প্রথমে রাজধানী ঢাকার অদূরে সাভারের জিরানিতে অবস্থিত বিকেএসপি পরিদর্শন করবেন আসিফ মাহমুদ। সেখান থেকে আসার পথে বিসিবিতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা।
বিসিবির ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য উপদেষ্টা মহোদয়ের এ সৌজন্য সাক্ষাৎ।
তবে গণমাধ্যমে কথা বলবেন না তিনি। গতকাল রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নারী টি-২০ বিশ্বকাপ নিয়ে কথা বলেছিলেন আসিফ মাহমুদ। এ সময় নারীদের এই বিশ্বকাপ বাংলাদেশেই হবে আশ্বাস দেন তিনি।