
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০১:১৪ পিএম
শুরু ভালো হয়নি। তবে ভিত গড়ে দিয়েছিলেন দুই টপ অর্ডার। সেই ভিতের ওপর দাড়িয়ে নিউজিল্যান্ড এ দলের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন নুরুল হাসান সোহান ও মাইদুল ইসলাম অঙ্কন। দুজনের সেঞ্চুরিতে বাংলাদেশ এ দল পেয়েছে সাড়ে তিনশ ছুঁইছুঁই রানের পুঁজি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। ব্যাটিংয়ে নেমে বুধবার শুরুর দিকেই ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপরের গল্প শুধুই টাইগার ব্যাটারদের। এ দলের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রান জমা করেছে নুরুল ব্রিগেড।
লাক্কাতুরার চা বাগান ঘেরা মাঠে টাইগারদের ওপেনিং জুটি থামে ১২ রানের মাথায়। ইমন করেন ৮ রান। এরপর এনামুল হককে নিয়ে ৭৬ রানের জুটি গড়েন মোহাম্মদ নাইম। ৪১ বলে ৪০ রান করে ফেরেন নাইম। তার আগে দলীয় ৮৫ রানের মাথায় ৩৯ রান করে ফেরেন এনামুল। ৯৭ রান ৩ উইকেট হারানো দলকে এরপর ৩২২ রান পর্যন্ত টেনে দেন অধিনায়ক নুরুল ও অঙ্কন।
এই জুটিতে আসে ২২৫ রান। ১০১ বলে সেঞ্চুরি হাঁকান নুরুল। ১১২ রানের ইনিংস সাজান ৭টি করে চার-ছক্কায়। ১০৮ বলে ১০৫ রান করে থামেন অঙ্কন। তরুণ এই ব্যাটারের ব্যাটে ৭ চার ও ৫ ছক্কায় আসে ১০৫ রান।
যখন নুরুল-অঙ্কন জুটি ভাঙে তখন তিনশ ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বাকি সময়ে দলকে সাড়ে তিনশ অব্দি পৌঁছে দেন মোসাদ্দেক হোসেন (১৩)। কিউই বোলারদের বাজে দিনে দুটি উইকেট নিয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, খরচ করতে হয়েছে ৭১ রান। একটি করে উইকেট জাকারি ফলকেস ও আদিত্য অশোক।
তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। আজ সিরিজ রক্ষার লড়াই। বাকি ওয়ানডেটি সিলেটে বসবে ১০ মে।