• ঢাকা শুক্রবার
    ০২ জানুয়ারি, ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

আইপিএলের ম্যাচ ধরমশালা থেকে সরানো হল

প্রকাশিত: মে ৮, ২০২৫, ১১:৩৭ এএম

আইপিএলের ম্যাচ ধরমশালা থেকে সরানো হল

ক্রীড়া ডেস্ক

আগামী রোববার হিমাচল প্রদেশের ধরমশালায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ হওয়ার কথা ছিল, তার স্থান পরিবর্তন করা হয়েছে।

এখন ওই ম্যাচ হবে পশ্চিমাঞ্চলীয় গুজরাত রাজ্যের আহমেদাবাদে।

গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস-এর ম্যাচটির স্থান বদল করা হয়েছে।

পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের প্রেক্ষিতে ভারতের কুড়িটিরও বেশি বিমানবন্দর ১০ই মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ধরমশালার বিমানবন্দরও।

অবশ্য ধরমশালা স্টেডিয়ামে বুধবারের নির্ধারিত ম্যাচটি খেলা হবে। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস্- এর মধ্যে এই ম্যাচটির যে স্থান পরিবর্তন করা হচ্ছে না, তা কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন। দুই দলই প্র্যাকটিসের জন্য কয়েকদিন আগেই ধরমশালায় পৌঁছিয়ে গেছে।

আর্কাইভ