 
              প্রকাশিত: মে ১২, ২০২৫, ১১:৩২ পিএম
 
                 
                            
              কার্লো আনচেলত্তি এখন ব্রাজিলের নতুন কোচ। রিয়াল মাদ্রিদ ছাড়ার আগে সোমবার এলো এই ঘোষণা। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানাল চুক্তির বিষয়। ইতালীয় কোচ ব্রাজিলের দায়িত্ব নেবেন জুনে।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান এদনালদো রদ্রিগেস বলেন, কার্লো আনচেলত্তিকে ব্রাজিল দলের কোচ হিসাবে নিয়োগ দেওয়া কৌশলগত সিদ্ধান্তেরও বেশি কিছু। এই সিদ্ধান্ত আমাদের দৃঢ় সংকল্পের ঘোষণা। আমরা বিশ্ব র্যাংকিংয়ে আবারও শীর্ষস্থান ফিরে পেতে চাই।
তিনি বলেন, আনচেলত্তি ইতিহাসের সেরা কোচ। এখন তিনি বিশ্বের সেরা জাতীয় ফুটবল দলের দায়িত্বে। একসঙ্গে আমরা ব্রাজিলীয় ফুটবলে গৌরবের নতুন অধ্যায় রচনা করব।
এই মৌসুম শেষে ৬৫ বছর বয়সি আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেবেন। বিবিসি জানিয়েছে, ২৬ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। রিয়ালের সবচেয়ে সফল কোচ হিসাবে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়বেন আনচেলত্তি। রিয়ালের কোচ হিসাবে দুই মেয়াদে ১৫টি ট্রফি জেতা আনচেলত্তির বিদায় অবশ্য সুখকর হচ্ছে না।
রোববার বছরের শেষ এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৪-৩ গোলে হেরে যায় রিয়াল। এই হারে নিশ্চিত হয় চার বছরে প্রথমবারের মতো কোনো ট্রফি ছাড়া মৌসুম শেষ করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আনচেলত্তির জায়গায় রিয়ালের কোচ হয়েছেন জাবি আলোনসো।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      