• ঢাকা শুক্রবার
    ২৩ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

লাহোর শিবিরে তিন বাংলাদেশি, একাদশে জায়গা পাবেন কে?

প্রকাশিত: মে ২২, ২০২৫, ০২:৩৪ পিএম

লাহোর শিবিরে তিন বাংলাদেশি, একাদশে জায়গা পাবেন কে?

ক্রীড়া ডেস্ক

চলমান পিএসএলের এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে লাহোর কালান্দার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় রাত ৯টায়। এই ম্যাচকে সামনে রেখে লাহোরের একাদশে যোগ দিয়েছেন বাংলাদেশের তিন স্পিন অলরাউন্ডার। তাই একাদশে কে জায়গা পাবে তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা।

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হয়েছিল পিএসএল। যার ফলে অনেক বিদেশি ক্রিকেটার আর পাকিস্তানে ফিরতে পারেনি। যার ফলে কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলে বদলি হিসেবে সাকিব আল হাসানকে দলে নিয়েছিল লাহোর।

ডু আর ডাই ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নেমেছিলেন সাকিব। ব্যাট হাতে আলো ছড়াতে না পারলেও বোলিংয়ে নিজের দক্ষতা দেখিয়েছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

১৩ ওভারের ম্যাচে প্রথমে ৫ রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে ১৩ রান খরচ করেছিলেন তিনি। এরপর প্লে-অফ নিশ্চিত হলে আরেক টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজকে দলে নেয় দলটি। পাকিস্তানের গিয়ে লাহোরের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি।

এর মাঝেই দ্বিতীয় দফায় লাহোর শিবিরে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। স্থগিত হওয়ার আগে দলটি নিয়মিত একাদশে ছিলেন তিনি। কিন্তু এলিমিনেটর ম্যাচে কারা একাদশে সুযোগ পাবে সেটাই দেখার বিষয়।

দুই স্পিনার নিয়ে খেললেও একাদশে একজনের জায়গা প্রায় নিশ্চিত। তিনি হলেন রোডেশিয়ান অলরাউন্ডার সিকান্ডার রাজা। তবে দ্বিতীয় স্পিনার হিসেবে একজন বাংলাদেশিকে বেছে নিতে হবে অধিনায়ক শাহিন আফ্রিদিকে। আর তিনজন স্পিনার খেলালে দুইজন টাইগার ক্রিকেটারকে দেখা যেতে পারে একাদশে। 

আর্কাইভ