 
              প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৪:৩১ পিএম
 
                 
                            
              আইপিএলের এবারের আসরের ফাইনালে আজ রাতে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (৩ মে০ বাংলাদেশ সময় রাত ৮টায়। এবার দুই দলের সামনেই রয়েছে প্রথমবার শিরোপা জয়ের হাতছানি।
দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ১১ বছর পর ফাইনালে ওঠে পাঞ্জাব। এর আগে ২০১৪ সালে, ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় দলটির।
বিপরীতে এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলে একবারও শিরোপার স্বাদ পায়নি ভিরাট কোহলির বেঙ্গালুরু। সবশেষ ২০১৬ সালে ফাইনালে হায়দ্রাবাদের কাছে হারে দলটি।
এবারের আসরে তিন দেখায় দু’বারই জিতেছে বেঙ্গালুরু। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করে ভিরাটরা। তবেঁ, পরিসংখ্যান যাই হোক আজ আইপিএলে ইতিহাস লেখার সুযোগ থাকবে দু’দলের সামনেই।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      