• ঢাকা সোমবার
    ২৬ জানুয়ারি, ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

দেশ ছাড়ার গুজবের মধ্যেই বিসিবিতে হাজির বুলবুল

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১২:২৭ পিএম

দেশ ছাড়ার গুজবের মধ্যেই বিসিবিতে হাজির বুলবুল

ক্রীড়া ডেস্ক

রোববার রাতেই গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাকি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন। আর ফিরবেন কি না, তা নিয়েও গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি আজ পা রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।

দেশের ক্রিকেট স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে। নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। এছাড়া একাধিক পরিচালককে নিয়ে খানিকটা কোণঠাসা হয়ে আছে বোর্ড। ঠিক এই সময়ে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সব কিছু রেখে আমিনুল অস্ট্রেলিয়ায় চলে গেছেন।

এই গুঞ্জনের উৎপত্তি রোববার রাত থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি ২৫ জানুয়ারি গভীর রাতে অস্ট্রেলিয়া চলে গেছেন। এরপর তিনি একটি সংবাদ মাধ্যমকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তিনি দেশেই আছেন।

তবে এই বক্তব্যের ১ ঘণ্টা না পেরোতেই একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয় যে, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয় যে, তিনি ফেরার টিকিটও কাটেননি এবং জাতীয় নির্বাচনের পর দেশে ফিরবেন।

তবে সে খবরকে অসত্য প্রমাণ করে দিয়ে তিনি আজ বিসিবিতে পা রেখেছেন। সকাল ১১টা নাগাদ তিনি মিরপুরে বিসিবি কার্যালয়ে আসেন। 

আর্কাইভ