• ঢাকা রবিবার
    ২৫ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

আমরা ৫টা বছর আমানতের চৌকিদার হতে চাই: জামায়াত আমির

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:৪১ পিএম

আমরা ৫টা বছর আমানতের চৌকিদার হতে চাই: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিগত দিনের শাসকরা দেশের মালিক হতে চাইলেও জামায়াতে ইসলামী জনগণের ‘সেবক’ ও ‘চৌকিদার’ হিসেবে দায়িত্ব পালন করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান দলের বিগত দিনের ত্যাগ ও নেতাকর্মীদের হারানোর স্মৃতিচারণা করে বলেন, ‘বিচারের নামে অবিচার করে আমাদের ১১ জন শীর্ষ নেতাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। পাঁচজনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে এবং ছয়জনকে জেলের ভেতরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। বিশ্ববিখ্যাত মুফাসসেরে কোরআনকেও রহস্যজনকভাবে খুন করা হয়েছে।’

তিনি ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশপ্রেমিক সেনাসদস্য এবং সাধারণ মানুষের ওপর চলা জুলুমের তীব্র নিন্দা জানান।

আসন্ন নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ মানে আপনি আজাদির পক্ষে। ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সে জন্যই এই ‘হ্যাঁ’ ভোট দরকার। আমরা পেছনে কামড়াকামড়ি করতে চাই না, বরং সমৃদ্ধ আগামীর দিকে এগিয়ে যেতে চাই।”

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে জামায়াত আমির বলেন, ‘ঋণখেলাপিদের ছায়া দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখানো হাস্যকর। আমাদের বেগম পাড়া গড়ার কোনো খায়েস নেই। আমরা মানুষের টাকা লুটপাট করতে আসিনি, আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই। চৌকিদার হতে চাই।’

তিনি বলেন, যে দলের কর্মীরা চাঁদার জন্য নিজের ভাইদের জীবন কেড়ে নেয়, তাদের বিষয়ে জনগণকে নতুন করে ভাবতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে দেশের মানুষের শাসক নয়, বরং প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।
 

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ