• ঢাকা সোমবার
    ১৪ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৮:২১ পিএম

শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কা সফরে হ্যাটট্রিক সিরিজ পরাজয় এড়াতে মাঠে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করছে টাইগাররা। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে। দুই উইকেটে দলীয় সংগ্রহ ২৫ রান। তিন বলে শূন্য রানে বোল্ড হয়ে ফিরে গেছেন পারভেজ ইমন। শর্ট থার্ডম্যান পজিশনে দাঁড়িয়ে থাকা কুশল পেরেরা দারুণ একটি ক্যাচ ধরে আউট করেন তানজিদ তামিমকে।

এদিকে ডাম্বুলায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তাসকিন, নাঈম শেখ ও সাইফউদ্দিনের পরিবর্তে একাদশে আসেন মোস্তাফিজ, জাকের আলী ও শরিফুল।

দুই টেস্টের সিরিজে ১–০ এবং তিন ওয়ানডের সিরিজে ২–১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও পাল্লেকেলেতে প্রথম ম্যাচটি বাংলাদেশ হেরে গেছে ৭ উইকেটে। ডাম্বুলায় আজ বাংলাদেশের জন্য সিরিজে টিকে থাকার লড়াই।

আর্কাইভ