• ঢাকা বুধবার
    ২৩ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

জাকের-মেহেদীর ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৭:৫৬ পিএম

জাকের-মেহেদীর ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ওপেনিংয়ে জায়গা পেয়ে ব্যর্থ হলেন নাঈম শেখ। নিয়মিত সঙ্গীকে না পেয়ে ম্রিয়মান পারভেজ হোসেন ইমনও ব্যর্থ ঝড় তুলতে। অধিনায়ক লিটনের ব্যাটও হাসলো না আজ। রান আউটে কাটা পড়লেন তাওহীদ হৃদয়। মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ কক্ষপথে ফিরল জাকের আলী-শেখ মেহেদীর জুটিতে। বলে বলে রান তুলতে জাকের হিমশিম খেলেও শেষ পর্যন্ত টিকে তুলে নিয়েছেন অর্ধশতক। তবে লড়াইয়ের জন্য বোলাররা পর্যাপ্ত রসদ পেয়েছেন কি–না তা নিয়ে শঙ্কা থেকেই গেল।

মঙ্গলবার (২২ জুলাই) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয়েছে। দলের পক্ষে জাকের আলী ৪৮ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন।

জিতলেই সিরিজ নিশ্চিত এমন ম্যাচে উইনিং কম্বিনেশন ভেঙে বাংলাদেশ একাদশে নিয়েছে নাঈম শেখ ও শরিফুল ইসলামকে। একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ তামিম ও তাসকিন আহমেদ।

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দ্বিতীয় ওভারেই ফাহিম আশরাফকে স্কুপ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন নাঈম শেখ। ৭ বলে ৩ রান করেন এই বাঁহাতি ওপেনার। দলে ফিরে আগের সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে  প্রথম টি-টোয়েন্টিতে চারে নেমেছিলেন নাঈম। তাকে চার নম্বরে খেলানোর সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি টাইগার সমর্থকরা। সেই ম্যাচে ২৯ বলে ৩২ রানের ইনিংস খেলে সমালোচিত হন নাঈম নিজেও, বাদ পড়েন পরের দুই ম্যাচে। এবার পছন্দের পজিশনে নেমেও ব্যর্থ তিনি।

নাঈমের পর ক্রিজে আসা অধিনায়ক লিটন দাসও ফিরেছেন ক্যাচ দিয়ে। সালমান মির্জার করা পঞ্চম ওভারের প্রথম বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন লিটন। সাজঘরে ফিরেছেন ৯ বলে ৮ রান করে। 

আর্কাইভ