• ঢাকা বৃহস্পতিবার
    ২১ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
অনূর্ধ্ব-১৭ নারী

আলপি-সৌরভীতে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে শুরু বাংলাদেশের

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:১৩ পিএম

আলপি-সৌরভীতে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সব যুব পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। শুধু অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপেই চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই লক্ষ্য পূরণ করতে চায় বাংলাদেশ। কেননা এ বছরটা বাংলাদেশের মেয়েদের সোনায় মোড়ানো।

প্রথমবারের মতো এশিয়ান কাপে সুযোগ পেয়েছে বাংলাদেশের নারী জাতীয় দল। সঙ্গে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপেও সুযোগ পেয়েছে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ীরা। সিনিয়রদের সাফল্যে অনুপ্রাণিত হয়েই অনূর্ধ্ব-১৭ ট্রফিটা এবার শোকসে রাখতে চায় মেয়েরা। ভুটানে খেলতে যাওয়ার আগে এমন স্বপ্ন পূরণের কথাই জানিয়েছেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক।

আজ সেই লক্ষ্যে আজ থিম্পুর চ্যাংলিমিথাংয়ে ভুটানের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। গোলের নেশায় শুরু থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে তটস্থ রাখে বাংলাদেশের মেয়েরা।

দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন আলপি আক্তার। ডি-বক্স থেকে শটটাও দারুণ নিয়েছিলেন তিনি।

তবে গোলরক্ষক কেলজ্যাং ওয়াংমোর বীরত্বে বেঁচে যায় ভুটান। কর্নারের বিনিময়ে আলপিকে হতাশ হতে বাধ্য করেন। চতুর্থ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানির ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ভুটানও। তবে গোল লাইন অতিক্রম করার আগে বল ক্লিয়ার করেন মেঘলা।
পুরো ম্যাচেই প্রতিপক্ষের ওপর আধিপত্য দেখায় বাংলাদেশ।

তবে ছড়ি ঘোরালেও সোনার হরিণের দেখা পাচ্ছিলেন না মেয়ারা। আলভি-সৌরভী আকন্দদের সামনে বাঁধা হয়ে দাঁড়ান ভুটানের গোলরক্ষক ওয়াংমো। আবার কখনো ভাগ্যেকে পাশে পাচ্ছিলেন না তারা। দুই একটা শট তিন কাঠিতেও বাধা পায়। ২৮ মিনিটে আলভির শট বাঁদিকে ঝাঁপিয়ে সেভ করেন ওয়াংমো। আবার মাঝে মাঝে ‘সুইপারের’ ভূমিকাতেও ছিলেন তিনি।

৩৪ মিনিটে গোলবার থেকে বল ক্লিয়ার করে ভুটানকে বাঁচান তাদের এক ডিফেন্ডার। তবে যোগ করা সময়ে ভুটানকে কেউ গোল হজম করা থেকে বাঁচাতে পারেনি। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জটলার মধ্যে ওয়াংমো বল প্রতিহত করতে সামনে আসলে সৌরভির শরীরে লেগে জালে জড়ায় বল।

বিরতির পরে অবশ্য দ্বিতীয় গোল পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ৫৪ মিনিটে অবিশ্বাস্য এক গোল করেন আলভি। বক্সের বাইরে থেকে বুলেট গতির এক শটে। দ্বিতীয় গোলের আনন্দটা অবশ্য বেশিক্ষণ থাকেননি। মেঘলার ভুলে ব্যবধান কমান রিনজিন দেমা চোদেন। ৬১ মিনিটে হাত ফসকে বল বের হয়ে গেলে তা জালে জড়াতে ভুল করেননি দেমা।

ম্যাচে ফেরার চেষ্টা করা ভুটানকে অবশ্য ৪ মিনিট পরেই ছিটকে দেয় বাংলাদেশ। কর্নার থেকে জটলার মধ্যে বল পেয়ে গোল করেন আলভি। এতে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল পান তিনি। ৬৭ মিনিটে গোলের হালিও পেতে পারত বাংলাদেশ। কিন্তু বাঁ প্রান্ত থেকে মামনি চাকমার দূরপাল্লার শট গোলরক্ষককে পরাস্ত করেও জালে জড়ানোর সুযোগ পায়নি। প্রতিপক্ষের এক ডিফেন্ডার বলকে গোল লাইন অতিক্রম করার আগেই হেডে ক্লিয়ার করেন।

সেই যাত্রায় চতুর্থ গোল হজম করা থেকে বাঁচলেও হাসিমুখে মাঠ ছাড়ার উপলক্ষ সঙ্গী হয়নি ভুটানের মেয়েদের। স্বাগতিকদের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতে টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামী ২২ আগস্ট ভারতের বিপক্ষে।

আর্কাইভ