• ঢাকা বুধবার
    ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

খাদের কিনারে দাঁড়িয়ে পাকিস্তান, যে একাদশ নিয়ে খেলবে শেষ ম্যাচ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৯:২৩ এএম

খাদের কিনারে দাঁড়িয়ে পাকিস্তান, যে একাদশ নিয়ে খেলবে শেষ ম্যাচ

ক্রীড়া ডেস্ক

ভারতের কাছে হারটা পাকিস্তানকে নাড়িয়েই দিয়ে গেছে রীতিমতো। দারুণভাবে গুছিয়ে আনা দলটার আত্মবিশ্বাসেও বড় একটা ধাক্কা লাগার কথা এই হারের পর।

তবে ভারত ম্যাচটা পাকিস্তানের এশিয়া কাপও ফেলে দিয়েছে শঙ্কায়। সেই হারের পর এখন দলটা দাঁড়িয়ে খাদের কিনারে। ম্যাচ হেরে বসলেই চলে যেতে হবে টুর্নামেন্টের বাইরে। দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের।

এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের সামনে আজ সংযুক্ত আরব আমিরাত। এই দলটার মুখোমুখি কিছুদিন আগেই হয়েছে কোচ মাইক হেসনের দল। দুই ম্যাচেই পাকিস্তান জিতেছে ঠিক ৩১ রানের ব্যবধানে। বাঁচা মরার লড়াইয়ের আগে নিশ্চয়ই বিষয়টা আত্মবিশ্বাস দেবে তাদের।

তবে এই ম্যাচে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ। কারণ কোচ হেসন সাফ জানিয়ে দিয়েছিলেন ভারত ম্যাচ শেষে যে, সেই হারটা কোনোভাবেই ‘পারসোনেল ইস্যু’ নয়। যার ফলে তিনি আজকের ম্যাচেও বিশ্বাস রাখবেন তার নিয়মিত একাদশের ওপর, ধারণা করা হচ্ছে তাই।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দারুণভাবে জিতেছিল পাকিস্তান। এশিয়া কাপেও সে দলের ওপরই ভরসা রেখেছেন কোচ। টানা তিন ম্যাচ একই দল নিয়ে খেলেছেন সালমান আলী আগারা। আজকের ম্যাচেও সে একাদশের ওপরই ভরসা রাখার সম্ভাবনা প্রবল।

পাকিস্তান একাদশ–
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলী আগা, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।

আর্কাইভ