• ঢাকা শুক্রবার
    ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

বিনা ভোটে বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৬:৩৮ পিএম

বিনা ভোটে বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে আজ বুধবার (১ অক্টোবর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। সকালেই সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ পরিচালক প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

যে কারণে চট্টগ্রাম বিভাগ থেকে গায়ক আসিফ আকবরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে কোনও বাধা থাকেনি।

বেলা ১২টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এরমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া ১৬ জনের মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নেন মীর হেলাল উদ্দিন।

এর ফলে চট্টগ্রাম বিভাগের কোটায় পরিচালক পদে বৈধ প্রার্থী আছেন ২ জন; কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আসিফ আকবর ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আহসান ইকবাল চৌধুরী।

চট্টগ্রাম বিভাগ থেকে অন্য আর কোনও প্রার্থী না থাকায় এই দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন।

আর্কাইভ