• ঢাকা শনিবার
    ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সিরিজ জিততে বাংলাদেশের চাই ১৪৮ রান

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ১০:১১ পিএম

সিরিজ জিততে বাংলাদেশের চাই ১৪৮ রান

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে ১৪৭ রান করেছে তারা। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় পাওয়া বাংলাদেশের সিরিজ নিশ্চিত করতে চাই ১৪৮ রান।

শুক্রবার শারজা ক্রিকেটে স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। তাসকিন আহমেদ এবং তানজিম সাকিবের জায়গায় এই ম্যাচে একাদশে প্রবেশ করেন শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

সুযোগ পেয়ে তারা দুজনই নিয়ন্ত্রিত বোলিং করেছেন। এর মধ্যে শরিফুল ৪ ওভার বল করে ১৩ রান খরচায় ঝুলিতে পুরেছেন ১ উইকেট। সাইফউদ্দিন উইকেট না পেলেও ৪ ওভারে ২২ রানের বেশি খরচ করেননি।

এদিকে বল হাতে ৪ ওভারে ৪৫ রান দিলেও ম্যাচে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার রিশাদ হোসেন। আফগান ইনিংসের অষ্টম ওভারে সেদিকউল্লাহ আতালকে (২৩) পারভেজ ইমনের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এরপর ওয়াফিউল্লাহ তারাখিলকে (১) সাইফউদ্দিনের তালুবন্দি করে ফিরিয়েছেন।

আর বাংলাদেশের পক্ষে ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যান আরেক স্পিনার নাসুম আহমেদের। ৪ ওভারে ২৫ রান খরচায় দুই উইকেট শিকার করেছেন তিনি। তার বলে সাজঘরের পথ ধরেছেন আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করা ইব্রাহিম জাদরান এবং দারউইশ রাসুলি (১৪)।

আফগান ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে তিনে নামা উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের ব্যাটে। শরিফুলের বলে বোল্ড হওয়ার আগে ১ চার ও ২ ছক্কায় ২২ বলে ৩০ রান করেন তিনি।

আর্কাইভ