
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৬:২৯ পিএম
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। শনিবার (১১ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় সিরিজের দ্বিতীয় ম্যাচটি।
সিরিজ বাঁচানোর এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। আবুধাবির ধীরগতির উইকেট কাগজে লাগাতে লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে নেয়া হয়েছে। প্রথম ম্যাচের একাদশে ছিলেন না মোস্তাফিজুর রহমান। বিশ্রাম শেষে একাদশে ফিরেছেন তিনি।
বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, আল্লাহ গজানফার ও বশির আহমেদ।