• ঢাকা রবিবার
    ১২ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সমতায় ফিরতে টাইগারদের সহজ লক্ষ্য, দুইশ-ও পেরোতে পারেনি আফগানিস্তান

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ১০:০২ পিএম

সমতায় ফিরতে টাইগারদের সহজ লক্ষ্য, দুইশ-ও পেরোতে পারেনি আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে এগিয়ে আছে আফগানিস্তান। আজ দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের।

অন্যদিকে, সিরিজ জেতার লক্ষ্যে টস জিতে আফগানিস্তান ব্যাট করতে নামলেও স্লো পিচে দুইশ রানও করতে পারেনি আফগানরা। ৩১ বল বাকি থাকতে তাদেরকে ১৯০ রানে থামিয়েছে বাংলাদেশ।

কেবল ওপেনার ইব্রাহিম জাদরানই দলকে টেনে নিয়েছেন। শেষ পর্যন্ত ৯৫ রানে কাটা পড়েন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি আসে গজনফরের, তিনি করেছেন ২২ রান। তাতেই স্কোরটা ১৯০ পর্যন্ত গেছে।

বিপরীতে, বল হাতে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৪২ রানে নিয়েছেন ৩ উইকেট। রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব দুইটি করে উইকেট নেন।

আর্কাইভ