প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৬:২১ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরেছে বাংলাদেশ। উইন্ডিজরা টস জিতে লিটন দাসের দলকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে।
এ ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে ৭ বছর পর টি–টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। ২০১৮ সালে সিলেট ও মিরপুরে অনুষ্ঠিত সর্বশেষ সিরিজে ২–১ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা।
ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। মিরপুর থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই চট্টগ্রামে এসেছে টাইগাররা।
এদিকে, লিটন দাসের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী। তার অধিনায়কত্বে সাফল্য পায় টাইগাররা। তবে সাম্প্রতিক পারফর্ম ভালো হয়নি, এবার সেই জাকের আলীর জায়গা হলো না একাদশে।
বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ:
ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়ের ও জেডেন সিলস।