প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১০:০০ এএম
শুরু হলে গেলো ঐতিহ্যবাহী অ্যাশেজ। পার্থে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করছে ইংল্যান্ড। তবে স্বস্তিতে নেই তারা। মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান।
ইনিংসের প্রথম ওভারেই জ্যাক ক্রলিকে শূন্য রানে ফেরান স্টার্ক। কিছুক্ষণ পর তিনি উপড়ে ফেলেন আরেক ওপেনার বেন ডাকেটের স্টাম্প। জো রুটকেও এক মুহূর্ত স্বস্তিতে রাখেননি। তাকেও শূন্য রানে সাজঘরে ফেরত পাঠান এই বাঁহাতি পেসার। অলি পোপের সাথে ক্রিজে রয়েছেন হ্যারি ব্রুক।
ইনজুরির শঙ্কা কাটিয়ে ইংল্যান্ডের একাদশে জায়গা করে নিয়েছেন পেসার মার্ক উড। চোটের কারণে অজি স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড।
আজ অজি একাদশে অভিষেক হয়েছে জ্যাক ওয়েদারাল্ড ও ব্রেডান ডগেটের। দুজনেরই বয়স ৩১ বছরের বেশি। ৩১ বা এর বেশি বয়সী দুজন নতুন ক্রিকেটারকে একসঙ্গে দলে নেয়ার ঘটনা অস্ট্রেলিয়া ক্রিকেটে শেষ ঘটেছিল ১৯২০ সালে।
এদিকে, এবারের অ্যাশেজের সঙ্গে জড়িয়ে গেছে বাংলাদেশের নামও। আজ পার্থে থার্ড আম্পয়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আরেকটি গৌরবময় `প্রথম` যুক্ত হলো সৈকতের পালকে। প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাশেজে আম্পায়ারিং করছেন তিনি।
অ্যাশেজের পরের টেস্টে ব্রিসবেনেই অন ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে।