• ঢাকা বুধবার
    ২৬ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

লাল কার্ড, অফসাইড আর এস্তেভাও ম্যাজিক, বার্সেলোনাকে হেসে খেলে হারিয়েছে চেলসি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৯:২৩ এএম

লাল কার্ড, অফসাইড আর এস্তেভাও ম্যাজিক, বার্সেলোনাকে হেসে খেলে হারিয়েছে চেলসি

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনা ০ : ৩ চেলসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুটি দলকে ঘিরে রয়েছে ইতিহাস। তবে, স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে হারানো যে সহজ নয়, তা আবার প্রমাণ করলো দলটি। ঘরের মাঠে কাতালান জায়ান্টদের ৩ গোলে হারিয়েছে দলটি।

ম্যাচে ৪-২-৩-১ ফরমেশন নিয়ে মাঠে নামে চেলসি। অন্যদিকে, ৪-৩-৩ ফরমেশনই বেছে নেয় ফ্লিক শিষ্যরা। আক্রমণে রবার্ট লেভানডফস্কি ও ইয়ামাল থাকায় স্বস্তিতে ছিল বার্সা ভক্তরা। তবে, খেলা শুরু হতেই দেখা যায় ভিন্ন চিত্র।

তিন মিনিটের মাথায় এনজো ফার্নান্দেজের গোলে এগিয়ে যেতে পারতো চেলসি; তবে রেফারি হ্যান্ডবল দেয়ায় গোলটি বাতিল হয়ে যায়; যদিও ম্যাচের শুরু থেকেই বার্সাকে চাপ দিতে থাকে চেলসি।

ম্যাচের ২২ মিনিট! আবার বার্সার জালে বল পাঠান আর্জেন্টাইন এনজো। কিন্তু এবার অফসাইডের কারণে বাতিল হয় গোল। ঠিক ৪ মিনিট পর, বার্সা ডিফেন্ডার জুলস কুন্দের ভুলে অবশেষে গোল পায় চেলসি।

গোল হজমের পর এলোমেলোভাবে খেলতে থাকে কাতালানরা। ম্যাচের ৪৩ মিনিটে মার্ক কুকুরেল্লাকে ফাউল করে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড পান রোনাল্দ আরাউহো। রেফারির কাছ থেকে লাল কার্ড পাওয়ার কারণে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আবার অফসাইডের কারণে বাতিল হয় আন্দ্রে সান্তসের গোল। ঠিক ৪ মিনিট পর ব্রাজিলিয়ান ফুটবলার এস্তেভাও দুর্দান্ত এক গোল করে ইয়ামালের থেকে লাইমলাইট পুরোটাই নিজের দিকে টেনে নেন এই তরুণ প্রতিভাবান ফুটবলার।

গোলটি দেখে ধারাভাষ্যকার বলেই বসলেন, ‍‍`এস্তেভাও! ইজ আ শাইনিং স্টার!‍‍`

ম্যাচের ৭২ মিনিটে চেলসির আরেকটি গোল প্রথমে অফসাইডের কারণে বাতিল হয়। তবে ভিএআর-এর মাধ্যমে রেজাল্ট চেলসির পক্ষে আসে। দলের হয়ে গোলটি করেন লিয়াম ডিলাপ। এরপর আর কোন গোল হয়নি। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। 

আর্কাইভ