• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ছায়া ফিরে আসে শিশিরের রাতে

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৯:৩৩ পিএম

ছায়া ফিরে আসে শিশিরের রাতে

মতি গাজ্জালী

 তবুও আসে ছায়া ফিরে শিশিরের রাতে--

মগ্ন হতে হতে ফিরে আসে সম্বিৎ,

ক্ষণিক হরষে, ক্ষণিক বিষাদে,

কখনো চেনা, কখনো অচেনা হয় মুখাবয়বখানি।

 

জোছনার মাঠে গাছের ঘনছায়া, কী অপূর্ব

সেই মায়া। সবই আজি দূর থেকে দূরে--

গাছেদের হারানো মত ছায়াও কেমন মিছে,

এত আনন্দ হিল্লোল সময়--আজ কেমন যেন কুয়াশায় ঘেরা।

 

দুকূলে কত কত আহাজারি, কত কত দীর্ঘশ্বাস,

কখনো হয়নি বিশ্বাস সময়ের হাতে টিপুর তলোয়ার,

কিংবা চেঙ্গিস তৈমুরে হাতে খুন হওয়া জনপদ আর

কত স্বপ্ন আশার তিমির বিষাদ।

দুটি আকাশে নেমেছে গভীর অবসাদ।

 

 

এসএই

আর্কাইভ