• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঝিনুক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০৭:৩১ পিএম

ঝিনুক

সুস্মিতা দত্ত মুখার্জী

রূপকের আঙ্গিকে ছন্দবদ্ধ কবিতার মিষ্টতা কই 
ছন্নছাড়া বেহিসেবী জীবনের গল্প কাল্পনিক।

মিলবে যখন গতানুগতিকতায় 
শেষের কবিতা লেখা হয়েছে, 
বর্ণালী বিন্যাসে সাথীহারা উষ্ণতা কামুক 
ছেঁকা লাগা অভিজ্ঞতার আচ্ছাদন নগ্ন সত্যতার দাবি রাখে।

কিছু বাস্তব মেশানো কাল্পনিক চর্চা হোক 
মিলে যাক রূপালী তবকে মোড়া ইতিহাস... 
কিছু তো আমারো আছে গোপনের সংগোপনীয়তা।

মুক্ত ঝরাও...
ব্যক্ততা নিষ্প্রয়োজন 
আমার হৃদয় আজও ঝিনুক।
 

আর্কাইভ