• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গুবলু বাবুর মকর স্নান

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ০৭:১৫ পিএম

গুবলু বাবুর মকর স্নান

মালবিকা পাণ্ডা

কনকনে শীতে গুবলু গেল, গঙ্গা সাগর মেলায়-
মকর স্নানে জবুথবু, ঠাণ্ডা সেই হিমেল হাওয়ায়;
ঠকঠকিয়ে ধরলো গান, ভাঙা গলায় বালুর উপর,
মারছে ঠেকা কেবলু বাবু, তুলোয় ঠাসা লেপের ভিতর।
কুয়াশা ঘেরা সকাল বেলা, সূর্যিমামার নিরুত্তাপ!
ঘাসের উপর শিশির বিন্দু, মুক্তোসম পায়ের ছাপ।
জিরান কাঠের নলেন গুড়, মকর পরব জমবে বেশ,
সংক্রান্তিতে গঙ্গা স্নান, মাংস রুটি পিঠে পায়েস।
নিরাবরণ পথশিশু, আদুল গায়ে রোদের আরাম
দুপুর বেলায় জঠর জ্বালায়, ঝরায় তারা গায়ের ঘাম!
কুকুরগুলো আরাম করে, নিচ্ছে রোদ পুকুর পাড়ে,
শীত কাতুরে বাচ্চাগুলো, ঘুরে বেড়ায় ঝোপে ঝাড়ে।
 

আর্কাইভ