• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কল্পনা সুখ

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০৭:৩৪ পিএম

কল্পনা সুখ

তৃপ্তি রায় চৌধুরী

আকাশ কুসুম কল্পনাটা, সত্যি নয়তো মোটে
আকাশ নামের কুসুমগুলি, মন বাগানেই ফোটে।

যার মন, সে যত্ন করে, ফোটায় কুসুম কলি
জল সিঞ্চন করে চলে, কল্পনার ওই ঝুলি।

কারো কুসুম কল্পনাতে, আকাশ ছুঁতে চায়
কারো আবার মাঝ আকাশেই, পথ হারিয়ে যায়।

মস্ত গাড়ি, মস্ত বাড়ি, কল্পনাতে বেশ
মধ্যবিত্ত হয়েই হয়তো, কাটবে জীবন শেষ।

ছেলের চাকরি, মেয়ের বিয়ে, আরো কতকিছু
হতাশা তবু জীবন ভর, ছুটবে পিছু পিছু।

মেয়ের আদর, ছেলের সেবা, কতই না মনে আশ
শেষ বয়সে করবে হয়তো, বৃদ্ধাশ্রমে বাস।

আকাশ কুসুম তবু মধুর, হোকনা নিছক কল্পনা
চুপিসারে মনের ঘরে, সুখটা ও তো অল্প না। 

আর্কাইভ