• ঢাকা বুধবার
    ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আজ ভালোবাসার দিন, বসন্তের দিন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৬:২১ পিএম

আজ ভালোবাসার দিন, বসন্তের দিন

মু আ কুদ্দুস

নজরুলের  কবিতা দিয়ে শুরু করি, আসে বসন্ত ফুল বনে/ সাজে বনভূমি সুন্দরী/ চরণে পায়েলা রুম ঝুম/মধপ উঠেছে গুঞ্জরী।
আজ বসন্তের- ভালোবাসার দিন। আপন মানুষকে বিলিয়ে দেবার এবং নেবার। বিনিময় করার দিন আজ সবার। প্রকৃতি সেজেছে বসন্তের রঙে। শিমুল-পলাশ লাল হয়ে ওঠেছে যৌবনে। কী অপরূপ সৌন্দর্যে বসন্ত আজ সব রঙ মেলে দিয়েছে আপনজনের কাছে। রাত ফুরোবার আগে কোকিল স্বাগত জানিয়ে কন্ঠে তুলে নিয়েছে দিন বদলের গান। যৌবনের গান। অসাধারণ এক আবেদন আজ প্রকৃতির। আকাশের সাদা মেঘ কন্যারা হাওয়ায় উড়িয়ে শোনে যুবতী যৈবতী গান।আজ আলোকিত পৃথিবীর সব এক হয়ে যৌবনের গান গায়।


আজ মন দেয়া নেয়ার। আপনজনকে কাছে টেনে প্রাণের গান শোনার। তাইতো আজ এতো আয়োজন। তাইতো আজ ভোমরের গুঞ্জন। তাইতো আজ এতো লাল -হলুদের খেলা। মৌমাছিরা দলবেঁধে নৃত্য করে এ বন ও বন।
এই ভালোবাসার বসন্তে বসন্তবৌরি ঘর বাঁধে। সব প্রাণী আজ প্রেম খুঁজে আপন জনের কাছে।


আমাদের শিক্ষনীয় হয়ে উঠুক বসন্ত উৎসব। মানুষে মানুষে ভালোবাসা হোক বন্ধুত্বের চির বন্ধন। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা ব্যাধি। সবার প্রতিদিন হোক বসন্ত উৎসব। যৌবন থাক অনন্তকাল নিজের কাছে। হিংসা নয় সবাই আজ গড়ে তুলি নির্মোহ একটি জগত। সেটি হবে বসন্ত উৎসব ।

আর্কাইভ