• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সাগর তোমাকে জানা হলো না

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১০:০০ পিএম

সাগর তোমাকে জানা হলো না

মু আ কুদ্দুস

উত্তাল সাগরের সঙ্গে দেখা হলো- কথা হলো না, শুধু সাগর চুমিয়ে গেলো আমার দুটি পা।

সাগরে ভয় আমার পাড়ের ভেজা বালু আঁকরে আছে পা ...
তারপরও কী ভালোবাসায় ভিজিয়ে দিলো গা।

কী আদর দিয়ে হাঁটু ভিজিয়ে দিলে
সাগরিকা ছুটে এসে ভিজিয়ে দিলো আদর,
মাতাল বাতাসের খেলা...
আরেক সফেদ ফণা তীব্র গতিতে এসে দিয়ে গেলো শৈবালের কালো মণিমালা।

কখনো এ কী দেখি ...

সাগর কত আবর্জনা ওগলে দেয় তীরে
সাগর ভেসে দেয় লাল কাঁকড়ার ঝাঁক
সাগর থেকে ভেসে আসে সাগরিকার বৃন্দগান
সাগরে ঠেলে ফেলে যায় মৃত আবরণ।

কি বিচিত্র মহাসাগর ঘুম ছেড়ে ডেকে যায়
কি বিচিত্র সৃজন একটি ফণা হয়- ঢেউ তার,
কোন চিত্রকর সাগর বানিয়েছে মাটির উপর।

কোনো কথা তার বুঝি নাকো আমি
কোনো কান্না তার বুঝি নাই আমি
কোনো অভিমান, বলে না কাছে এসে ফিরে যায় 
কোনো কথা কখনো হয়তো বলেনি তটে এসে
অনাদিকাল থেকে একই সুরে গেয়ে যায় গান
কত কষ্ট বুকে নিয়ে প্রতিদিন...
একই রকম বেঁচে আছে তার ব্যস্ত জীবন।

হে সাগর তোমাকে জানা হলো না
হে সাগর তোমাকে খোঁজা গেলো না
বলা হলো না আমার কথা তোমাকে একবার
আবার আসার ইচ্ছে রইলো...
তোমাকে আরেকবার জানিবার-দেখিবার।

(কক্সবাজার সমুদ্র সৈকত )

আর্কাইভ