• ঢাকা মঙ্গলবার
    ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমন্ত্রী তেল নিয়ে তেলেসমাতির ব্যাখ্যা দেবেন কাল

প্রকাশিত: মে ৯, ২০২২, ০১:৫১ এএম

বাণিজ্যমন্ত্রী তেল নিয়ে তেলেসমাতির ব্যাখ্যা দেবেন কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোজ্যতেলের বাজার ব্যবস্থাপনা নিয়ে সোমবার (৯ মে) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রবিবার (৮ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার সকাল ১১টায় সচিবালয়ে ভোজ্যতেলের বাজার ব্যবস্থাপনা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হবেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তেলের দাম বৃদ্ধির কারণসহ সামগ্রিক বিষয়ে কথা বলবেন তিনি।

গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর তেলের নতুন দাম নির্ধারণ করে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম অনুযায়ী, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে ১৯৮ টাকা। আর ৫ লিটারের বোতলের দাম হবে ৯৮৫ টাকা, যেটি বর্তমানে ৭৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকা এবং খোলা পাম তেল প্রতি লিটার ১৭২ টাকায় বিক্রি হবে।

ডা/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ